বঙ্গবন্ধুর ভাষণ
বঙ্গবন্ধু সাতই মার্চে
দিয়েছিলেন ভাষণ,
চলবে না আর এই দেশেতে
অন্য কারো শাসন।
বিশ্বের বুকে এমন ভাষণ
কেউ শোনেনি আগে,
বজ্র ধ্বনির কন্ঠে যেন
সব জনতা জাগে।
যুগ যুগ ধরে ধ্বনিত হবে
বাংলা মায়ের কানে,
সেই ভাষণটির উত্তাপ কত
সব জনতা জানে।
সোনার বাংলা পাইছি মোরা
রক্ত করে ক্ষয়,
সেই ভাষণের জন্য আজি
বাংলা মায়ের জয়