Skip to content

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তুমি আর আমি

তুমি কি ওই দূরের নিষ্ঠুর পাথর?
কোথায় তোমার নিঃশ্বাস-প্রশ্বাস?
আজ নিজেকে গুটিয়ে ফেলেছো কেন?
একটা নিষ্ঠুর জিজ্ঞাসার উত্তর খুঁজে বেড়াও!
হয়তো,সেদিন তুমি ও ছিলে ভুল
আমি ও ছিলাম ভুল,
সঠিকটাতে হাজার হাজার দ্বন্দ্বের নির্ভুল!
নিজেকে পাথর বানিয়ে কতদিন নীরব রাখবে?
একটা উত্তর খুঁজে নিও….
তুমি ও সেদিন,আমি ও সেদিন,
মরে গেছে উত্তর গুলো…..
কখনো কখনো ফাটা রাস্তার আনাচে কানাচে!
তুমি পাথর করে ফেলেছো কেন নিজেকে?
এখনো সেই বিভূতির জ‍্যোৎস্না রাতে,
তোমার স্বপ্নগুলো দু’হাত মেলে ডাকে!

কোথায় গেছো হারিয়ে?
শত শত নীরব অন্ধকারে,
ভাঙা চশমার অস্পষ্ট চাহনিতে…..
একদিন বিবেকগুলো দুমড়ে-মুচড়ে চৌচির হবে।
প্রশ্নগুলো একদিন খুঁজতে খুঁজতে,
ভাঙা লাঠি হবে কি সম্বল তোমার জীবনে?
দুটো দৃষ্টি রাস্তার দূরত্বে,
বোবা কথাগুলো এখনো বলে যায় বারে বারে….
কেন নিজেকে নিজেকে কঠিন রেখেছো জীবনে?

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ