Skip to content

২০শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | সোমবার | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্মৃতির গহ্বর

সেদিন হয়তো,নিমেষের অন্ধকারে
বোবা শব্দগুলো পড়ে থাকবে।
অজানা কোনো গুপ্ত গহ্বরে
প্রেরণার সমুদ্রে নিজেকে নিমজ্জিত করবে!
সমান্তরাল রাস্তাগুলো ধুঁকছে
সেদিনের সেই অচেনা দৃষ্টি
গোলাপের স্পর্শ পেতে পেতে
একটা দূরত্বের গভীরে গিরিখাত তৈরি করবে!
স্মৃতির বেড়াজাল চৌচির
তুমি ধোঁয়াশার অন্ধকারে নিমজ্জিত করেছো কেন বলবে?
স্বর্ণ আসনের লোভে।
আমার গলির মোড়ে এখনো সেই দৃষ্টি
তোমার স্বপ্নের আগুনে জ্বলতে জ্বলতে,
কখন গোলাপ গেছে শুকিয়ে!
হয়তো,তোমার মতো সেই একদিন
ভাঙা চশমার আড়ালে তোমায় দেখবো
দৃষ্টি ভোরে সেদিন!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ