বসন্ত ও কোকিল কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০৩ পিএম কৃষ্ণচুড়ার ডালে বসেডেকে যায় কোকিল,কহু কহু সে মধুর ডাকেবেজায় মনে মিল।উদাস করে মন সবারপ্রাণ রয়না ঘরে,মধুর সুরে পাগল করেফাগুন এলে পরে।মিষ্টিভাষী কোকিল বড়মন সকলের কাঁড়ে,সৎ কাকের বাসায় ওরানিজের ডিম পাড়ে। Share