মায়ের ভাষা
বাংলা আমার মায়ের ভাষা
প্রথম শেখা বুলি,
প্রাণ জুড়ায় বাংলা ভাষায়
যখন কথা বলি।
গর্বে মোদের বুকটা ভরে
এই ভাষার তরে,
ভাষার জন্য লড়াই করে
বাঙালি অকাতরে।
বায়ান্নার একুশ তারিখ
ঝরে অনেক প্রাণ,
জীবন দিয়েই রক্ষা করে
মাতৃ ভাষার মান।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
বাংলা আমার মায়ের ভাষা
প্রথম শেখা বুলি,
প্রাণ জুড়ায় বাংলা ভাষায়
যখন কথা বলি।
গর্বে মোদের বুকটা ভরে
এই ভাষার তরে,
ভাষার জন্য লড়াই করে
বাঙালি অকাতরে।
বায়ান্নার একুশ তারিখ
ঝরে অনেক প্রাণ,
জীবন দিয়েই রক্ষা করে
মাতৃ ভাষার মান।