কমেছে শীতের দাপট কনক কুমার প্রামানিক প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৩, ০৪:০৬ পিএম কমে গেছে শীতের দাপটনেইকো তার বাহার,বিদায় নিয়েছে তীব্র শীতগরমের সমাহার।গরম জামা যায়না পরাবেজায় ঘামে শরীর,দিন এখন বড় হয়েছেশ্রান্তি নেই ঘড়ির।বিরামহীন চলবে পাখাগরম থেকে বাঁচতে,শীত তাই নিচ্ছে বিদায়বসন্ত যে আসছে। Share