কমেছে শীতের দাপট

কমে গেছে শীতের দাপট
নেইকো তার বাহার,
বিদায় নিয়েছে তীব্র শীত
গরমের সমাহার।
গরম জামা যায়না পরা
বেজায় ঘামে শরীর,
দিন এখন বড় হয়েছে
শ্রান্তি নেই ঘড়ির।
বিরামহীন চলবে পাখা
গরম থেকে বাঁচতে,
শীত তাই নিচ্ছে বিদায়
বসন্ত যে আসছে।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
কমে গেছে শীতের দাপট
নেইকো তার বাহার,
বিদায় নিয়েছে তীব্র শীত
গরমের সমাহার।
গরম জামা যায়না পরা
বেজায় ঘামে শরীর,
দিন এখন বড় হয়েছে
শ্রান্তি নেই ঘড়ির।
বিরামহীন চলবে পাখা
গরম থেকে বাঁচতে,
শীত তাই নিচ্ছে বিদায়
বসন্ত যে আসছে।