একটু সুখের সন্ধানে
মাঠ ঘাট আর তেপান্তরে ছুটছি নিরন্তর
সুখ নামক মরীচিকার পেছন পেছন ধাবিত দিনরাত্রি
বহু গ্রাম-গঞ্জ আর শহর-বন্দর, হাট-ঘাটে খুঁজলাম
ভবের হাটে নিষ্ফল চেষ্টা, সুখ নেই সেখানে।
তন্নতন্ন করে তালাশে বাদ রাখিনি কিছু তবু
দিন শেষে ব্যর্থতায় পর্যবসিত শ্লেষে দুঃখী এই আত্মা
সুখ পাখিটা আকাশে উড়ে ভেবে
বন্দুর পথ পাড়ি দিয়ে ছুটছি পাখিটার পিছু পিছু।
সুখ সুখ করে পাড়ি দিতে যাই সাত সমুদ্দুর, তের নদী
কখনো বা কল্পলোক অথবা মহাশূন্যের দুর্গম পথ
ক্লান্তি আসক্ত তনুতে নির্ভার ছুটে চলি তপ্ত মরুরপথে
সুখটারে খুঁজি পাতালপুুরির রাক্ষসের ভয়ঙ্কর রাজ্যে।
অধরা তবুও সে সুখ কোথা তারে পাই
বহু তপস্যা আর সাধনাতেও তার দেখা মেলা ভার