বাণী অর্চনা

মাগো তুমি সরস্বতী
ভক্তি প্রণাম নাও,
ভক্ত তব বিদ্যার্থীদের
আশীষ তবে দাও।
বাণী অর্চনায় মন্ডপেতে
মত্ত ধরাধামে,
ভাগ করোনা ভক্তজনে
পুষ্পাঞ্জলির নামে ।
সব শিক্ষার্থী তোমার অংশ
ও হে বিদ্যা দেবী,
ভাই বোনেতে ঘরে ঘরে
শুদ্ধ চিত্তে সেবি।
মরা গাছে ফুল ফুটেছে
তোমার আশীর্বাদে,
রূপে গুণে বিদ্যা বুদ্ধি
পেতে মনটা কাঁদে।
তুমি মাগো সর্ব্বজয়া
অন্ধরে দাও জ্ঞান,
তোমার একটু মহিমা মা
মোদের করো দান।