সুর্যি মামার প্রেমে
বনের রাজা বাঘ মামাটা
শীতের কাছে হারে
শীতকালে তাই রোদের কদর
খুব বেশি যে বাড়ে।
পূব আকাশে সূর্যি মামা
যখনই দেয় উঁকি
পশু পাখি কিংবা মানুষ
সবাই যেন সুখী।
ইচ্ছে ইচ্ছে লাগে গায়ে
সূর্যি মামার আলো
আমন ধানের পিঠা খেতে
কি যে লাগে ভালো।
শিশির ভেজা দূর্বা ঘাসে
সূর্য মামা এলে
হীরের মতো চমক দেখায়
শিশিরকণা হেলে।
শীতের দিনে সূর্যি মামার
আমিও পড়ি প্রেমে
তাইতো তার এই স্মৃতিগুলো
বাঁধলাম ছড়ার ফ্রেমে।