কিছু কথা
কিছু মুহূর্ত নিয়ন্ত্রণহীনে আসে সর্বনাশ
কিছু ভুলে জীবন নষ্ট , হারায় স্বর্গবাস।
কিছু কাজ সুগম করে জীবন চলা পথ
কিছু ভাবনা সুফলে সাজিয়ে দেয় রথ।
কিছু কষ্ট আপন মনে স্থায়ী বসত গড়ে
কিছু দুঃখ এসে তবে চোখে পানি ঝরে।
কিছু খবর বয়ে আনে আনন্দ-উচ্ছ্বাস
কিছু সময় মধুর হয়ে মন করে উল্লাস।
কিছু কথা শুনতে মন্দ, মনে লাগে ব্যথা
কিছু সুখে বাঁধে অসুখ অভিনয়ে গাঁথা।
কিছু স্বপ্ন হয় দুঃস্বপ্ন আঁধার হয় আলো
কিছু ভুল শুদ্ধ হয়ে বয়ে আনে ভালো।
কিছু কর্ম এমন হয় অজান্তে সুফল বয়
কিছু মর্ম অবুঝ হয় আড়ালে সূর্য রয়।