লুকোচুরি

আসে যদি দুরন্ত ঝড়
নিশ্চহ্ন করে যত সন্ধ্যাপ্রদীপ
জানি ফুরাবে না তপস্যা আমার
কথা দিলাম হেঁটে যাব অন্তিম এই বালুচর
তবু এক বর্ষা খেলে যাক চোখে তোমার
চন্দ্রঠোঁটে; ঘিরে থাকুক ধোঁয়াটে কোমলতা
শুষে নিয়ে সবটুকু নির্জনতা রাতের
হাতে তুলে দিই যদি গোলাপি সকাল
ফিরে যাবার বেলায় শুধু একবার
পিছু ডেকো;বোলো স্নিগ্ধ করে
ভালো থেকো…
কথা দিলাম হেঁটে যাবো অন্তিম এই বালুচর!