ভালোবাসা
লোহা যদি বেঁকে যায়
সোজা তুমি করতেই পারো
যদি কাগজ দুমড়ে যায়
কিভাবে করবে তাকে সমান?
ইস্ত্রি বা জলে ভিজিয়ে
সমান তাকে করতেই পারো
কিন্তু সেখানে আছে আগুন ও জলের ক্ষার
পুড়েই যাবে এবং যাবে ক্ষয়ে!
যেমনটি ভালোবাসা!
ভালোবাসা বেঁকে গেলে কিভাবে করবে তাকে সমান?