তেতুল তলার ভূত
ওখানটাতে যাসনে খোকা
ভূত আছে রে ভূত!
মাঝেমাঝে আওয়াজ করে
ফুরুৎ-ফুরুৎ ফুত।
সন্ধ্যা হলেই আসর বসায়
ভূতনি ও ভূত মিলে!
সুযোগ পেলেই খাবে ও মা
এক নিমিষেই গিলে।
রাত্রি নাকি গভীর হলেই
নাচে এবং গায়।
দলেবলে বেড়ায় ঘুরে
লম্বা লম্বা পা’য়।
এক পা থাকে মাটিতে আর
এক পা থাকে গাছে।
তেতুলতলায় যাসনে খোকা
ওখানে ভূত আছে।