শীতের ভয়
ঠাণ্ডা বলে আবুল মিয়া
ডুব দেয় না শীতে,
শীতকালটা এমনি ভাবে
থাকে ঘরেই বসে।
লোকে যত ঠাট্টা করুক
যায়না কিছু তাতে,
শীত কাতুরে আবুল মিয়া
বের হয় না রাতে।
রাগ করে বউটা বেজায়
তবু না কথা শোনে,
গরমে সে স্নান করবে
তাই যে দিন গোনে।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
ঠাণ্ডা বলে আবুল মিয়া
ডুব দেয় না শীতে,
শীতকালটা এমনি ভাবে
থাকে ঘরেই বসে।
লোকে যত ঠাট্টা করুক
যায়না কিছু তাতে,
শীত কাতুরে আবুল মিয়া
বের হয় না রাতে।
রাগ করে বউটা বেজায়
তবু না কথা শোনে,
গরমে সে স্নান করবে
তাই যে দিন গোনে।