Skip to content

৫ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আপসহীন অভিমানে তুমি

মোহনীয় আদর্শে সজ্জিত
একটি সুন্দর চেতনায়
সকল তুলনাহীনতার ঊর্ধে-
ভাবনার সমাহারে তুমি!

প্রাণের আকুলতায়-
স্বাধীন বাংলার কথামালায়
সুন্দর স্বপ্ন বির্নিমাণে-
আপসহীন অভিমানে তুমি!

তুমি জাগ্রত নির্ভিক পদক্ষেপে
অনুভবের নিবিড়তায়
বিচক্ষণ উদারতায়
অলৌকিক-মহানুভাবতায় তুমি!

তুমি বীর! তুমি বীর!
তুমি বীর মুক্তিযোদ্ধা
বীরত্বব্যঞ্জক গাঁথা
বীরদের সেরা বীর তুমি!

ভালবাসার উচ্চ শিরে
হৃদয়ের নিপুণ আলাপণে
বিলুপ্তপ্রায় অস্তিত্বের নতুন জাগরণে
অসহয় পথিকের দিকনির্দেশনায় তুমি !

অকুতভয় স্বাধীনাতা সংগ্রামে
৭ই মার্চের অনন্য শ্রদ্ধায়
মুক্তিযোদ্ধাদের মহৎ প্রেরণায়
সগৌরবে বেঁচে থাকায় তুমি !

একটি স্বাধীন দেশ রচনায়
কাঙ্খীত স্বপ্নচারিতায়
নির্ভিক মানুষের ত্যাগে পাওয়া
হাস্যজ্জল ভূখণ্ডের প্রতিচ্ছবি তুমি !

শ্রদ্ধা ! বিনম্র শ্রদ্ধা! হে মহান নেতা!
সালাম! শত কোটি সালাম!
বীরদের বীর তুমি! হে বীর মুক্তিযোদ্ধা!
গর্বিত পিতা তুমি! হ্যাঁ তুমি !

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ