চৌদ্দ ডিসেম্বরের কথা
মাস যায় বছর হাঁটে ক্যালেন্ডারের পাতায়
চৌদ্দ ডিসেম্বর এসে স্বদেশ প্রেম শেখায়।
পেছনে ফিরে দেখি মেধার সহস্র লাশ!
লজ্জায় বিবেক কাঁদে, জাতির আয়ু নাশ!
জ্ঞানের আলোয় দূর হয় যত আন্ধার
নিজেকে জানতেও জ্ঞানটাই দরকার।
টেকসই জাতির জ্যোতি স্বশিক্ষিত জনতা
মানুষ হলে মানুষ চেনে…সৃজনের মূল কথা।
পাকিরা এই দিনে বিজয়ের উষালগ্নে
রাজাকার সহযোগে বুদ্ধিজীবী ধরে আনে।
অতঃপর উল্লাসে খুন করে…জাতি মেধাহীন!
আজও বাঙালি কাঁদে…ওরা এখনো বোধহীন!