লাশ
লাশের মতো নৌকো, নৌকোর মতো লাশ
এ রক্ত নদীতে ভেসে যাবে
আরও কতো কতো জীবনের সর্বনাশ ?
বৈঠা তাদের সূর্য, বৈঠা তাদের আলো
জীবনপন মুক্তি সংগ্রামে, যারা চেয়েছিল
দেশ আর কালের, মানুষের ভালো
তাদের জীবনে নেমে এসেছে
অযাচিত, অন্ধকার শুধু অন্ধকার
নৌকোর মতো লাশ, লাশের মতো নৌকো
বহু প্রতীক্ষিত স্বাধীনতা, মুক্তি এসেছে আজ
তোমরা নেই, যারা মুক্তির ডাক দিয়েছ
মুক্তির জন্য রক্ত নদীতে, জীবন ভাসিয়েছ