কৃষক
ভোরবেলা মাঠে ছুটে যে সে চাষা ভাই
তাঁর সুবাদে আমরা সবাই খাদ্য পাই
শীত গ্রীষ্মে কোন কিছুতেই থাকে না ঘরে
কৃষকের শ্রমে বাড়ির উঠান যায় ফসলে ভরে
জাতপাত বুঝে না সে সবার অন্ন জোগায়
সারাদিন খাটে আধা পেটে খেয়ে রাতে সে ঘুমায়
অহংকার নেই মনে ভাবে সে সবার অন্নের কথা
নিজে না খেয়ে পরের খাদ্য যোগান মনে নেই কোন ব্যথা
সবার জন্য খাদ্য ফলান করেনা কোন গৌরব
বিজন মাঠে সবুজ ফসলের ঘ্রাণ ছুটে সৌরভ
কৃষক জোগায় অন্ন সবার নিজের বিলিয়ে সুখ
চাষি আমার দেশের সোনার ছেলে গর্বে ভরে বুক।