কাঁচা সোনা
আমন ধানে মাঠ ভরেছে
প্রাণ জুড়ে যায় দেখে,
চারদিকে পাকা ধানের
গন্ধ যে যায় মেখে।
ধানের ছড়া মাথা দোলায়
হাওয়া যখন আসে,
রোদের ছোঁয়া পেয়ে আবার
সোনা রূপে হাসে।
রবির আলো পড়লে মাঠে
দারুণ চমক মারে,
সোনার ফসল দেখে যেন
নয়ন শুধু কাড়ে।
ধানের গায়ে হাত বুলাতে
সুখের পরশ লাগে,
আনন্দেতে ঢেউ তুলে যায়
নতুন আশা জাগে।
ধৈর্য্য, কষ্ট, ভালোবাসায়
এই ফসল হয় বোনা,
তাইতো খুুশির বাণ ডেকে যায়
যেন কাঁচা সোনা।