অচেনা অক্ষর
কুয়াশা ভেজা যুবতী রাতে-
টুপটাপ ঝরে পড়ে স্মৃতির পালক
কিছু দুঃস্বপ্ন জেগে থাকে চেতনে-অবচেতনে
পরিচিত রক্তমুখ অচেনা অক্ষরে
লুকে রাখে পিরামিডিয় রহস্য
ভিজে যাই বাস্তবের হিম জলে
বেদনা,হৃদ-অস্থিমজ্জায় কনকনে হেসে যায়
কুয়াশার কাঁটাতারে ঝুলে থাকে জোছনার আলো
কোথাও কি আলো নেই?
সান্ত্বনার ওম নেই?
নিয়তি আঁধারে ডুবে গেছে সব!
জীবনের কলরব ক্ষয়ে ক্ষয়ে হয়েছে নীরব!
তবু জেগে আছি- বাদুর জীবনে
নিলাজ ঘুমেরা রাতে ডেকে যায় বারবার!