বঙ্গবন্ধু তুমি
মুজিব তুমি কিংবদন্তী
আমজনতার মাঝে
সবুজ ধানে শিউলি বনে
বাঁচো সকাল সাঁঝে!
ফুলের মেলায় পাখি পাড়ায়
হাসো চাঁদের রাতে
খোকাখুকু পাঠশালাতে
তোমার ছড়ায় মাতে।
মধুমতী বয়ে বেড়ায়
তোমার স্মৃতিগাঁথা
তোমার সাথে শহীদ হলো
সফল বঙ্গমাতা।
আজও আমরা শ্রদ্ধাভরে
তোমায় স্মরণ করি
সোঁদা মাটি বুকে মেখে
যেনো বাংলায় মরি।