আহ্বান
হে অনাগত শিশু
তুমি কী আমাকে চেনো না আমি তোমাকে চিনি
মায়ের প্রসব যন্ত্রণার কাছে
আমরা সকলে ঋণী।
তোমার কান্না একটি দুর্লভ জয়ের হাসি
লড়াকু মায়ের কাতর মুমূর্ষ আত্ম-চিৎকার
নৈঃশব্দ্য, নীরবতার গহীন ভেদ করে শব্দ ধ্বনি
মাটির পৃথিবীতে সুস্বাগতম, তোমাকে আবিষ্কার।
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে
তিলে তিলে গড়ে ওঠা, সৃষ্টি মুক্তির দিন
কচি পাতায় রক্তলতায় , মাতৃগর্ভে ছিলে ঘুমন্ত
পাখির কলকাকলিতে মাতার গর্বে, জাগো
ভূমাতার বুকে, ভূমিষ্ঠ স্বাধীন।
হে নবজাতক, এসো হোক,তোমার সাথে আমার পরিচয়
আমাদের ক্ষয়, আমাদের দুঃখ শোক যত পরাজয়
তোমার জন্য নিয়ে আসুক,নতুন দিন নতুন পৃথিবী
সম্মুখ সমুদ্র-বিজয়।
মায়ের চোখের জল মুছবে বলে তোমার জন্ম হোক
মায়ের শৃঙ্খল ঘোচাবে বলে তোমার জন্ম হোক
সৃষ্টিশীল প্রতিটি মানুষ সংগ্রামী, তোমার আগমনে প্রেরণা পাক
অনন্ত সত্তার আধার হয়ে কাঁপিয়ে দাও ভূলোক দ্যুলোক।