বই
জ্ঞান আলোয় আলোকিত করে
পরম বন্ধু বই,
জ্ঞান বিকাশে আর এমন সখা
কোথায় বল পাই?
অন্তরটাকে সে পবিত্র করে
শুদ্ধ রাখে মন,
বই আমার আঁধারের আলো
পরিপূর্ণ জীবন।
জ্ঞানের প্রদীপ শিখা জ্বেলে
মোছে মনের কালি,
বই যে আমার চলার সঙ্গী
তার সাথেই চলি।
কনক কুমার প্রামানিক প্রকাশ:
জ্ঞান আলোয় আলোকিত করে
পরম বন্ধু বই,
জ্ঞান বিকাশে আর এমন সখা
কোথায় বল পাই?
অন্তরটাকে সে পবিত্র করে
শুদ্ধ রাখে মন,
বই আমার আঁধারের আলো
পরিপূর্ণ জীবন।
জ্ঞানের প্রদীপ শিখা জ্বেলে
মোছে মনের কালি,
বই যে আমার চলার সঙ্গী
তার সাথেই চলি।