বই কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১১:০৯ এএম জ্ঞান আলোয় আলোকিত করেপরম বন্ধু বই,জ্ঞান বিকাশে আর এমন সখাকোথায় বল পাই?অন্তরটাকে সে পবিত্র করেশুদ্ধ রাখে মন,বই আমার আঁধারের আলোপরিপূর্ণ জীবন।জ্ঞানের প্রদীপ শিখা জ্বেলেমোছে মনের কালি,বই যে আমার চলার সঙ্গীতার সাথেই চলি। Share