হেমন্তের সকালে

বিন্দু বিন্দু করে জমছে শিশির
হেমন্তের সকলে সবুজ ঘাসের বুকে,
ঝরে পড়া শিউলির মতো
ঝরে রাত সকালের গায়ে।
অলস দুপুর ক্লান্ত হয়ে জিরায়
বটবৃক্ষের ছায়ায় হেলান দিয়ে,
বাঁশি সুরে মনমাতানো ভরপুর
হিমেল হাওয়ায় উড়তে চায় আকাশে।
পড়ন্ত বিকেল গোধূলির আলোয়
ফিরতে চায় নীড়ে আঁধার হওয়ার আগে,
রাত আসে কোলে ঘুম নিয়ে
নরম বিছানা চাঁদের আলোয় ভাসে।