কুয়াশা ভেজা ভোর কনক কুমার প্রামানিক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০১:০৮ পিএম বিন্দু বিন্দু কুয়াশাতেভিজে গেছে মাঠঘাট,শিশির সিক্ত ভোরবেলাহেমন্তরই পাঠ। মাঠ ভরা সব রবিশস্যশিশিরে স্নান করে,খেজুর গাছে রসের হাঁড়িটইটুম্বুর করে। দিগন্ত ভরা কুয়াশাতেআঁধার চারিপাশ,হিম শীতল বিলের জলেসাঁতার কাটে হাঁস। Share