Skip to content

২রা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৭ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

কলঙ্কিত অতীত নির্লজ্জ সঙ্গমে

শর্তযুক্ত চুক্তিবদ্ধ মালী-
পরিমিত জল ঢালে শেকড়ে।
ফুলে উপচে পড়ে মধু,
তৃষ্ণার্ত ভ্রমর অস্তিত্ব লুফে স্বেচ্ছায়!

ভুল; ভুলে যাওয়ার কৌশল ,
নতুনত্ব সন্ধানে দিকভ্রান্ত কামুক?
কলঙ্কিত অতীত নির্লজ্জ সঙ্গমে-
পঙ্গুত্ব ধারণ করে আগামী।

অন্ধরা গন্ধ শুঁকে বুঁদ হয় নেশায়
সভ্যতা আজ বন্দী আছে খাঁচায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ