হয়ে আছ বেদুঈন
বাড়ি গাড়ি সব করেছ
এই দুনিয়া পেয়ে,
একবারও কি ভেবেছ মন
পরকালের পানে চেয়ে।
স্বার্থ ছাড়া পা ফেলোনা
যাওনা কারো পিছু,
একবারও কি সিজদা করে
করেছ মাথা নিচু।
এই দুনিয়া যদি হয় সত্য
ঐ দুনিয়া কি মিছু
মানব ভাবছ অনেক কিছু।
অস্থায়ী এই ধরার জন্য
করেছ কতো যুদ্ধ,
করব সেদিন করে যদি
তোমাকে অবরুদ্ধ।
পার পাবে কি সেদিন
ইচ্ছে করেই নিজের রীতে
হয়ে আছ বেদুঈন।