Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বিকেলের আলো

যেতে যেতে পথে যদি দেখা হয়,
ক্ষণিক দাঁড়াও না হয় আগের মতো।
ভুলে যাওয়া কিছু অব্যক্ত কথা বলো,
হোক না সে গ্লানিতে ভরা, তবুও;
বিষাদের কথাও মধুর হয় কখনো কখনো।


জীবনের খেরো খাতায় এলোমেলো সব,
যা জমা করেছিলে বিলাবে অবেলায়,
ভুল করে হলেও বলো একবার।
ফিরে যাওয়া হয়নি কারো নতুন করে,
বিষ্ময় ভরা চোখে দেখা হয়নি আর,
ফেলে আসা বিমুগ্ধ স্মৃতির পসরা;
যা ছিল শুধু দুজনের একান্ত আপন।


পড়ে শোনাও তোমার সব অসমাপ্ত কবিতা,
যা পড়া হয়নি আমার কোনদিন;
শোনাবে বলে ভেবেছিলে কোনো এক সময়।
তোমার পাণ্ডুলিপির নিদারুণ কথাগুলো,
আর কষ্টের নিংড়ানো অভিব্যক্তি যতো,
শূন্যে ভেসেছিল শেষ বিকেলের আলোয়;
সে কথাটুকু’ও বলে যাও এবার।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ