মুখে দিও হাসি

মনুষ্যত্ব বাঁচিয়ে রাখো
জগতেরই মাঝে,
অসহায়কে ভালোবেসে
পুণ্য আনো কাজে।
ঈদের খুশি ভাগ করে নাও
গরীব দুখির সাথে,
সাধ্যমতো দাও না কিছু
তোমরা তাদের হাতে।
নিম্নবিত্তের মুখের হাসি
এই পৃথিবীর সেরা,
বিত্তবানরা বাসবে ভালো
স্বপ্নে দু’চোখ ঘেরা।
চায় না তোমার রাজার-রাজ্য
মুখে দিও হাসি,
বুঝতে তারা তোমরা তাদের
যাও গো ভালোবাসি।
প্রতিবেশির খোঁজখবর নাও
কেমন আছে তারা,
অনাহারে অর্ধাহারে
কেনই দিশেহারা।