আনন্দ-বেদনায় তুমি

যখন
আমায় তুমি কাছে ডাকো
লাগে অনেক ভালো,
হৃদয় মাঝে সকাল-সাঁঝে
জ্বলে প্রেমের আলো।
যখন
আমার পাশে বসো তুমি
ধরে দুটি হাত,
ঘড়ির কাটা রকেট বেগে
পার করে দিন-রাত।
যখন
আমার বুকে মাথা রেখে
ঘুমাও ভালোবেসে,
চাঁদের রাণী জোছনা ঢালে
মিষ্টি করে হেসে।
যখন
দূরে চলে যাও তুমি ফের
কষ্টে কাঁদে প্রাণ,
গলা ছেড়ে গাই তখনই
বিরহিয়া গান।