হেমন্ত এলো

হেমন্ত এলো আমন ধানের ক্ষেতে
সোনা রঙ মেখে চাষির পরশ পেতে
মেঘের খেয়ার সাদা মেঘ কেড়ে নিতে
হিমেল হাওয়ায় শীতের আমেজ দিতে।
হেমন্ত এলো কাশের বাহার কেড়ে
সুনীল আকাশে শিশিরের কণা ছেড়ে
তাড়িয়ে রোদের আলিশান পাঠশালা
ছাতিমের ডালে ছড়িয়ে রূপের আলা।
হেমন্ত এলো নবান্ন উৎসবে
পিঠাপুলি খেয়ে শিশুদের কলরবে
রবিশস্যের কচি চারাদের মাঠে
নতুন স্বপ্ন রাঙিয়ে জীবন পাঠে।