চিরায়ত নবান্ন
নব অন্নের মৌসুম এলো, নব শোভার গান
সোনার আভায় সাজলো আবার
হৈমন্তী মাঠের ধান।
কিষাণ চলে মনের সুখে, কাস্তে দিয়ে শান
ধানের পালে উঠান বোঝাই
হেমন্ত রূপেতে অম্লান।
নতুন ধানের নতুন চালে, নতুন কুড়োর ঘ্রাণ
নতুন কুটুমের আগমন ঘিরে
পাড়া-পরশীর কলতান!
পল্লীবালার মুখে হাসি, উল্লাসে মেতে প্রাণ
পিঠা-পুলির নানা সমারোহে
বাজে নবান্নের তান।
হিম প্রবাহের আগমনী, খেজুর রসের ঘ্রাণ
ঘরে ঘরে খেজুর গুড়ের
মিষ্টি পায়েসে আপ্যায়ন।
হাজার বছর এমনই কাটে, আবহমান বয়
হৈমন্তী তাই নিত্য সাজে
নবান্ন’র আপন মহিমায়!