নদী
বর্ষা এলো নদীর পাড়ে
নৌকা সারি সারি
জেলে ভাই জাল ফেলেছে
বোয়াল ধরবে কিছু খানি।
বাংলাদেশে নদীর সংখ্যা
তিন শো খানা হবে।
বর্ষা কালে মানুষের ভিটে মাটি
শুধু খায় গিলে গিলে।
সর্বস্ব হারা মানুষ গুলো
কান্নায় ভেঙে পড়ে!
বর্ষা শেষ খরা এলে
নদীর যৌবন মরে বসে থাকে।