সরল বঙ্গে

ঘুম ভেঙে যায় পাখির ডাকে,
উঠোনজুড়ে গাছের শাখে।
মধুর সুরে,
একটু দূরে।
মন খুশি হয় ভোরের বেলা,
প্রাণ দোলা দেয় করে খেলা।
পূব আকাশে সোনার রবি,
লাজ পায় তবু দেখায় ছবি।
হাতে বালা,
বকুল মালা।
বধূর খোঁপায় শেফালি ফুল,
শিশ দিলে হয় রাখালের ভুল।
লাঙল কাঁধে ছুটছে চাষি,
পান্তা খেয়ে ব্যস্ত মাসি।
সবাই কাজে,
ফিরে সাঝে।
রাত সফল হয় মিলন রঙ্গে,
আহ্ কী ছন্দ সরল বঙ্গে!