যাবো ভালোবেসে
বুকে ধড়ফড় ধড়ফড় করে
বলতে পারিনা মুখে
তারে শুধু দেখি সারাক্ষণই
থাকি যে একটু সুখে।
মনের কথাটা বলবো কেমনে
ভেবে পাইনা যে কিছু
ভাবনা তাড়িয়ে বেড়ায় বন্ধু
আমারই পিছু পিছু।
ভয়েই আমার শরীর’টা কাঁপে
চোখেই আসেনা ঘুম
মলিন যে ঠোঁট লাল হয় তার
দিতে চাই তারে চুম।
মনের মাঝেই সুখটা যে পেয়ে
থাকি আমি মুখে হেসে।
আপন করেই সেই বন্ধু’কে
যাবো আমি ভালো বেসে।
দুজন মিলেই কদম তলায়
গল্প করবো তাই.
মিষ্টি মুখেই বলে যাবো আমি
তুমি ছাড়া কেহ নাই।