চাঁদের তরণী আকাশ-গাঙে
আকাশ- গাঙে চাঁদের তরণী
বৈঠা টানে কান্না -ভেজা স্মৃতির দীর্ঘশ্বাসে,
বাঁধাহীন দুর্বার অতলন্ত প্রদেশে নিরুদ্দেশ
মৃদু উষ্ণতায় বারবার মৃত্যু ঘটে।
অদৃশ্য মায়ায় ধূসরিত জীবনের
অলি-গলিতে বিষাদের ছায়া,
শুকতারার চোখে শ্রাবণের নহর
ভেসে চলে চাঁদের তরণী
আঁধারের সীমান্ত রেখায়।