কারণে অকারণে

তুমি রোজ বৃষ্টি হয়ে এসো আমার দক্ষিণা দুয়ার খুলে,
আমি তোমার স্পর্শে ভিজতে চাই শীতল আলিঙ্গনে।
আমি মেঘ বালিকা হয়ে আসবো ফিরে তোমার জীবন জুড়ে,
যখন ইচ্ছা জড়িয়ে ধরবো তোমায় আপন করে।
আমার শীতল স্পর্শ ছুঁয়ে যাবে তোমার দীঘির মতো মন,
তুমি চাইলে আমি ঝরে পড়ব তোমার ইচ্ছে মতোন।
পায়রার মতো আসবো উড়ে তোমার আঙিনায়,
দুটো পালক রেখে যাবো স্মৃতি চিহ্ন করে দরজায়।
শরতের উড়ন্ত কাশফুল হয়ে আসবো তোমার নীড়ে,
শিয়রের কাছে রেখে যাবো ভালোবাসার আবেশ অনুভবে।
তুমিও এসো হঠাৎ করে আমার হৃদয়ের আকাশ জুড়ে,
সাদা তুলো মেঘের মতো ভাসতে কারণে অকারণে।