বিলুপ্ত
ফুটপাতে সস্তায় বিকোয় বিকৃত মনুষ্যত্ব
ভালোবাসা শব হয়ে বিলীন উত্তপ্ত চিতায়
মেকি মমতা বস্তি গড়েছে হৃদয়ের গলিতে
শুদ্ধ ভাবনা উবে গেছে সূর্যাস্তের পথ ধরে।
কল্পনার রাজ্যে স্বপ্নেরা পথ ভুলে দিশেহারা
মারা গেছে সাবলীল প্রণয়ের নিখাদ ইচ্ছেরা
কল্পিত বাসনা রিক্ত হস্তে পালিয়েছে মঙ্গলে
বিলুপ্ত প্রেম হারিয়েছে অসত্যের বেড়াজালে।
অবশিষ্টাংশ ভষ্ম হয়ে উড়ে বিক্ষিপ্ত মলয়ে
সস্তায় আজ পথেঘাটে মেলে নগ্ন অনুরাগ।