শুভ দীপাবলি কনক কুমার প্রামানিক প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০১:৪০ পিএম মুছে মনের সকল কালিএসেছে দীপাবলি,ভরা আলোয় কাটুক অমান্যায়ের পথে চলি। সকল গ্লানি মুছবে এবারআলোর পথ ধরে,খুশিতে সবার মন ভরবেএই ধরণীর পরে। উদ্ভাসিত হোক সবাইকষ্ট পায়ে দলি,সুর মিলিয়ে বলি সবাইশুভ দীপাবলি। Share