Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশের পরিচর্যা

কাটে সবে বৃক্ষ বন গড়ে নব গৃহ
ক্ষতি করে অগোচরে বোঝেনা তো কেহ।
কেউ গাঁথে ইট বালি কেউ কাঁচা ঘর
আপন মানুষ কত হয়ে যায় পর।
পরিবেশের ক্ষতি যে মানুষের ধর্ম
মানুষ বোঝেতো তবু করে এই কর্ম।


ধরা আজি পরিশ্রান্ত কুকর্মের ফল
উষ্ণ হচ্ছে প্রতিদিনি বাড়িতেছে জল।
ষড় ঋতু যাচ্ছে কমে শীত গ্রীষ্ম শুধু
প্রকৃতি কাঁদছে জানি কমে যাচ্ছে মধু।
নানান রোগের সৃষ্টি মরে যায় শিশু
ঘূর্ণিঝড় আসে কতো নাম যেন মিশু।

সর্বনাশ করে কাজ না করি সেই তা
আপন মানুষ সব মনেই রাখি না।
পরিবেশ ভালো রাখি এই করি পণ
ছোট বড় সবে মিলে গাছে দেই মন।

অক্সিজেন দেয় গাছ দেয় বৃক্ষ ছায়া
এদের উপর তাই রাখি সবে মায়া।
নতুন গাছের চারা করি যে রোপণ
ছায়া দিবে মায়া হবে জাগিবে স্বপন।
নতুন শিশুর সুখ আনতেই হবে
তবে মোরা শ্রেষ্ঠ জীব সব জাতি কবে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ