ছোট্ট সোনা রুকাইয়া রহমান প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ১০:৩১ এএম ছোট্ট সোনা রাত্রে জেগেঅনেক ছবি আঁকে,মা যে তাকে আদর করেসোনা বলে ডাকে। ছোট্ট সোনা আঁকছে দু’টিপাহাড় নদীর ছবি,সকাল হলে মিষ্টি হেসেওঠে যেন রবি। ছোট্ট সোনা আঁকছে আরওপাখির দু’টি ছানা,ইচ্ছে মতো আঁকুক সোনাকেউ করো না মানা। Share