মা

মাগো হেরিলে তোমার মুখ
বিলীন হয় শত শত দুখ,
অথৈই জলে ডুব দেয় আমার
দুঃখ নামক রোগ।
মাগো হেরিলে তোমার মুখ।
মায়ের হাসি মুখে যেন
ভোরের রবি উঠে,
মার হাসিতে আমার হৃদয়ে
নিত্য কুসুম ফোটে।
মাগো তোমার হাসি মুখে।
আমার মনের গহীন বনে
কান্না যবে ফোটে,
কেমন করে মা জানে তা
উল্কা বেগে ছুটে।
মাগো তোমার হাসি ঠোঁটে।।
সকল যাতনা ঘুটে।