সত্য বলে যাই

চায়না থেকে আয়না এনে
হয়নি কোনো লাভ
মন আয়নায় দেশের জন্য
দেখাও আগে ভাব।
দেশের সুনাম ধরে রাখতে
করতে হবে কাজ
দেশ’টা আমার মাথার ছাতা
বলতে নেই যে লাজ।
দেশ’টা আমার দেশ’টা তোমার
দেশেই মায়ের মাটি
এই দেশেতে আদর সোহাগ
সোনার চেয়ে খাঁটি।
মনটা কাঁদে দেশের জন্য
বিদেশ থেকে ও ভাই
বিদেশ শুধু কষ্টের খেলা
সত্য বলে তা যাই।
রাতের শেষে সকাল আসে
বার থাকেনা মনে
এসব দুঃখের কথা গুলো
কেউ তো নাহি শুনে।