স্বপ্নের ধরা আঁকো

একই ভূ-গর্ভে জন্ম মোদের একি ধরায়বাস
সৃষ্টির সেরা মানব হয়েও একে অন্যের ত্রাস
একে অন্যের উন্নতিতে কিসে হিংসা বলো?
এক পিতার সন্তান হয়ে ঈর্ষায় কেন জ্বলো।
এক ধর্মের লোক হয়ে করছো হাজার দ্বন্দ্ব
একে অন্যের পিছু লেগে পাচ্ছ কি আনন্দ,
এ মানুষেরাই করছে ফের জান্নাতের আশা
কারোর প্রতি কারো মনে নেই ভালোবাসা।।
এসব কিছুর সমাধান তোমরাই পার করতে
কুরানের বিধান মেনে সুন্দর জীবন গড়তে,
তিমির হটিয়ে ধরায় আনতে হেরার আলো
মুসলিম উম্মাহ সকলে নূরের বাতিজ্বালো।
বিভেদ ভুলে ধরার বুকে শান্তি রেখা আনো
অন্যের কথা মিথ্যা গুজব রাখিওনা কানে,
সুখে-দুখে একের অপরে মিলেমিশে থাকো
একত্র হয়ে বিভেদ ভুলে স্বপ্নের ধরাআঁকো।