ফুলেরা হারায়
ঘাসের ওপর পড়ে থাকা ফুলের পাপড়ির গায়ে আঁচড় স্পষ্ট হয়ে ওঠে
অথচ এখন পাথর মারিয়ে পথ চলা
দাগ নয় শুধু
কেটে ছিঁড়ে ফুলের দেহ একাকার
দেখার কেউ নেই
তাজা ফুল হাতে ফুলগুলো ছুটছে অবিরাম
ছুটে আসা দামি গাড়ির জানালার কাঁচে মাথা ঠেকিয়ে ডাকছে- স্যার এক গোছা ফুল নেন।
শিশির ভেজা পাপড়ি ঘামের জলে একাকার
বাড়ছে বয়স সাথে বেড়ে যায় গরম নিঃশ্বাসের কাছে ঘেঁষার প্রবণতা
গোলাপ মারিয়ে দৃষ্টি ভিড়ে ফেরি করে চলা ফুলের চোখে
ফুলের ঝরা ঘামে খুঁজে নেয় শিশির ভেজা কোমলতা
ধীরলয়ে জাগে কামুকতা
ছুঁতে চায় গা
আহলাদ যেন উথলে ওঠে
দশ টাকার নোট যেন ভুলে শত টাকায় গড়ায়
কিছু বলতে চায়, কাছে ডাকে ইশারায়
ফুলের আঁটির সাথে আনমনা ভান করে ছোট্ট হাত চেপে ধরে
চাপিয়ে দিতে চায় হায়েনার লোলুপতা।
ফুল বেচতে বেচতে ফুলগুলো বিবর্ণ
সারাবেলা অবিরাম ছোটাছুটি
বোটা ঝরা ফুলের পাপড়িগুলো ধীরে ধীরে নেতিয়ে যায়
ফুলের বাজারে ফুলেরা হারায়।