Skip to content

অপেক্ষা

অপেক্ষা

মন ভালো নেই চোখে আলো নেই
সবখানে লাগে অন্ধকার
বুকফাটা কান্না চেপে চলে যাব দূরে
আজ থেকে করছি অঙ্গিকার।

বার বার শুধু একই ভুল কেন হয়
সবখানে দেখি মিছে অভিনয়
শতবছরের অপেক্ষা শেষে-ও
হবেনা তোমার আমার প্রণয়।