বিনিময়

বিনিময়ের কারুকার্যে মুহূর্তগুলো
বৈধ-অবৈধ, নামে-বে-নামে
প্রকাশ্যে কিংবা অন্তরালে;
শপিংমলে আবার লাশকাটা ঘরে।
বহুরূপে, বিচিত্র ঢঙে, সুরের তালে-
আদর-স্নেহ, ভালোবাসায়
ধর্মকর্মে কিংবা আড্ডায়;
কখনো দৃশ্যমান নষ্ট পল্লীর বিছানায়।
বিনিময়ের বিনিময় অর্জিত লক্ষ্য-
কেউ পরাস্ত কেউবা আবার দক্ষ।