Skip to content

শরৎ এলে

শরৎ এলে

শরৎ আসে গান কবিতায়
আসে কাশের বনে
শরৎ আসে দূর্বা ঘাসে
আসে নীল গগনে।

শরৎ আসে সাদা মেঘের
ভেলায় ভেসে ভেসে
শরৎ আসে জুঁই শেফালী
পদ্ম ভালবেসে।

শরৎ এলে পুকুর বিলে
শাপলা শালুক হাসে
তালের পিঠার মিষ্টি সুবাস
হাওয়ায় হাওয়ায় ভাসে।