Skip to content

২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বড্ড অবেলায়

বড্ড অবেলায় এলে তুমি,
হৃদয় কোণে এখন আর নেই সেই আমি।
বড্ড অবেলায় এসে জানতে চাইলে,
আমার অবচেতন মন কী চায় এখন এই দিনে?


তুমি মরুর বুকে বৃষ্টি এনে
ফোটাতে চাও নীল পদ্ম।
রাতের আঁধারে জ্যোৎস্নার আলোয়
ভাসাতে চাও জোনাকি হয়ে অবিরত।
বড্ড অবেলায় এলে তুমি,
জীবনের গায়ে সীমানা দিয়ে
প্রাচীর টেনে আজ বন্দী মনে আটকে আমি।
তুমি স্বপ্ন দেখাও মরা মনকে বাঁধতে আবারও ঘর,
সকল আপন দূরে সরে গিয়ে হয়ে গেছে আজ পর।


বড্ড অবেলায় এলে তুমি,
শেখাতে আবারও ভালোবাসার বাহুডোরে আটকে দিতে জীবনের চাওয়া পাওয়ার অসম্পন্ন হিসাব।
আমি তো শূন্যতা নিয়ে বেঁচে থাকতে শিখে গেছি,
কৃষ্ণচূড়ার রং মেখে রাঙাতে আমার ঠোঁট ভুলে গেছি।
বড্ড অবেলায় এলে তুমি,
নির্ঘুম রাতে তোমার সাথে চাঁদের আলোয় ভিজে
একাকীত্বের অবসান করতে এলে সময় ফুরিয়ে গেলে।
বড্ড অবেলায় এলে তুমি,
যখন আমার মন সাহারা মরুভূমি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ