Skip to content

২৯শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

স্বপ্নগুলো কাজল যেন

কল্পলোকের শব্দগুলো তোমার চোখে খেলে
স্বপ্নগুলো কাজল যেনো ওড়ায় ডানা মেলে।
কাজল-চোখের শরত জুড়ে শাদা কাশের বনে
আমার লেখার উপন্যাসটি হাতছানি দেয় মনে।

কাজল-চোখের ফাগুনতলা মুখর কোকিল গানে
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায় মন ও প্রেমের মানে।
কাজল-চোখের পাহাড় বেয়ে সবুজ ঝর্ণাধারা
তার পললে জেগে ওঠে প্রগাঢ় প্রেমের পাড়া।

অষ্টপ্রহর প্রেমের পাড়ায় মন যে থাকে পড়ে
কাজল-চোখে মনটা আমার মন দেখে প্রাণভরে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ